নাটোরে কৃষিজমি থেকে রাইফেলের ৩৭৯টি গুলি পাওয়া গেছে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে সোমবার সকাল ১০টার দিকে জমি খননের সময় এসব গুলির সন্ধান মেলে।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, স্থানীয় কৃষক আয়নাল হকের জমি বর্গা নিয়ে চাষাবাদ করছেন কৃষক আফাজ উদ্দিন। সকালে আফাজ উদ্দিন জমির পানি নিষ্কাশনের জন্য জমি খনন শুরু করলে শ্রমিকদের কোদালে কয়েকটি গুলি উঠে আসে। পরে গুলির সংখ্যা বাড়তে থাকলে পুলিশকে খবর দেয়া হয়।
জমিতে মোট ৩৭৯টি গুলি পাওয়া গেছে। এসব গুলি পুলিশ থানা হেফাজতে নিয়েছে। কৃষিজমির সমতল থেকে প্রায় আড়াই ফুট নিচ থেকে পাওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে। এসব গুলি থ্রি নট থ্রি রাইফেলের।
আব্দুল মতিন আরও জানান, নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মঙ্গলবার গুলিগুলো উপস্থাপন করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেগুলো সংরক্ষণ করা হবে।