স্বামীকে মাদকসহ আটক করে পুলিশ। তাকে দেখতে থানায় আসেন স্ত্রী। গতিবিধি সন্দেহ হলে তল্লাশি করা হয় তাকেও। তখন স্ত্রীর কাছ থেকে মেলে ২০০ পিস ইয়াবা।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
পরে আটকদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শারমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে পাখি আক্তারের স্বামী বিল্লাল মিয়াকে পাঁচ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। সোমবার সকালে তাকে আসামি করে মাদক আইনে মামলা করা হয়।
পরে আদালতে পাঠানোর সময় বিল্লালের স্ত্রী পাখি তার সঙ্গে দেখা করতে থানায় আসেন। এ সময় তিনি তার স্বামীর জন্য কিছু কাপড় নিয়ে আসেন।
তিনি আরও বলেন, পাখি আক্তারের আচরণে পুলিশের সন্দেহ হলে সঙ্গে নিয়ে আসা কাপড় তল্লাশি করে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে পাখির বিরুদ্ধে মামলা দিয়ে স্বামী-স্ত্রী দুজনকে আদালতে পাঠানো হয়।