দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুটি ট্রাকের চাকা গর্তে পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। মহাসড়কে চার কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের পার্বতীপুর উপজেলার কুড়িয়াল এলাকায় রোববার রাতে ও সোমবার সকালে দুইটি ট্রাক গর্তে আটকে যায়।
আমবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মিঠু ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় ওই মহাসড়কের যে জায়গায় একটি ট্রাক দেবে যায়, সেখানেই সোমবার সকালে আরেকটি ট্রাক দেবে যায়।
এসআই মিঠু আরও বলেন, ‘দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের কাজ চলছে। এরই মধ্যে কুড়িয়াইলে রোববার সন্ধ্যায় ঢাকাগামী একটি ভুট্টাবোঝাই ট্রাক ওই রাস্তার ওপরে দেবে যায়। ট্রাকটি সরানোর আগেই সোমবার সকালে সেটির পাশ দিয়ে যাওয়ার সময় ঢাকাগামী আরেকটি পণ্যবাহী ট্রাক দেবে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়েছে। রাস্তার দুপাশ বন্ধ হওয়ায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) আমবাড়ী ধানের হাট। ফলে ওই এলাকায় যানজট বেড়ে গেছে। ট্রাক দুটি সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।’