রাঙ্গামাটির জুরাছড়িতে গ্রামপ্রধানকে তার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার লুলংছড়ি এলাকায় রোববার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।
এ ঘটনার ১৫ ঘণ্টা পার হলেও কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম।
নিহত পাত্তর মণি চাকমা উপজেলার ১ নম্বর জুরাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লুলংছড়ি এলাকার গ্রামপ্রধান ছিলেন।
ওই এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্যানন চাকমা জানান, জুরাছড়ির প্রায় ৮ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। এলাকাটি খুবই দুর্গম এলাকা। ঘটনাস্থলের প্রায় ৬ গজ দূরে সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে। সেখানে মোবাইলের নেটওয়ার্ক সহজে পাওয়া যায় না।
স্থানীয়দের বরাত দিয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাছছের হোসেন জানান, পাত্তর মণি চাকমা তার বাড়িতে স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। ঠিক ওই সময় একদল অস্ত্রধারী বাড়ি ঘেরাও করে।
পরে দুইজন বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। তার মাথার পেছনে ও বাম কাঁধের পাশে ২টি গুলি লেগেছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
এসপি মোদ্দাছছের আরও জানান, চলতি বছরের ১৪ মার্চ জুরাছড়িতে নিরাপত্তা বাহিনীর অস্ত্র উদ্ধার মামলার অন্যতম সাক্ষী ছিলেন পাত্তর মণি। তবে তাকে কোন গ্রুপ গুলি করে হত্যা করেছে এখনও জানা যায়নি।
জুরাছড়ির ওসি শফিউল আজম জানান, পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে থানায় এখনো কেউ মামলা করেনি।