কক্সবাজারের পেকুয়ায় খামারে বিদ্যুতের তারে জড়িয়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।
রোববার রাত ৯টার দিকে পেকুয়া সদরের বটতলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পেকুয়া সদরের উত্তর সুন্দরী পাড়ার মো. ইউনুছ ছেলে কামরুল ইসলাম তোহা এবং রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়ার নাজেম উদ্দিন ছেলে মো. শহিদ।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, রোববার রাতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এক কর্মচারী বাতি জ্বালাতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। তাকে উদ্ধারে আরেকজন গেলে তিনিও আটকে যান। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, সাজ্জাদ নামে এক ব্যক্তির পোল্ট্রি ও ডেইরি খামারে চার মাস আগে শহিদ ও দুই মাস আগে কামরুল চাকরি নেন।
ওসি সাইফুর আরও জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বৈদ্যুতিক তারের স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।