বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মালয়েশিয়ার হিমাগারে বাংলাদেশির মরদেহ

  •    
  • ১৪ জুন, ২০২১ ০০:৩০

‘মঙ্গলবার সকালে মালয়েশিয়া পুলিশ আমার স্বামীর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে। এরপর থেকে তার লাশ হিমাগারেই পড়ে আছে। কিন্তু দেশে আনার ব্যাপারে সংশ্লিষ্ট কেউ কোনো ব্যবস্থা নেয়নি।’

ময়মনসিংহের ফুলপুরে আবু সায়িদ নামে এক প্রবাসী শ্রমিকের মরদেহ ছয় দিন ধরে মালয়েশিয়ার একটি হিমাগারে পড়ে আছে বলে জানিয়েছে তার পরিবার।

মরদেহ ফেরত আনতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছে মৃতের স্ত্রী হাসিনা খাতুন।

মৃত সায়িদ উপজেলার বালিয়া ইউনিয়নের শামসুল হকের ছেলে। তিনি মালয়েশিয়ার একটি পামগাছের বাগানে কাজ করতেন।

পরিবার ও স্বজনরা জানান, সায়িদ ২০১৪ সালে সরকারিভাবে লটারিতে মালয়েশিয়া গিয়েছিল। এরপর ২০১৯ সালে তিন মাসের ছুটিতে বাড়িতে এসে বিয়ে করে আবারও মালয়েশিয়ায় যান। কিছুদিন আগে বাড়িতে ফোন করে নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন সায়িদ।

সায়িদের স্ত্রী হাসিনা খাতুন বলেন, ‘মঙ্গলবার সকালে মালয়েশিয়া পুলিশ আমার স্বামীর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে। এরপর থেকে তার লাশ হিমাগারেই পড়ে আছে। কিন্তু দেশে আনার ব্যাপারে সংশ্লিষ্ট কেউ কোনো ব্যবস্থা নেয়নি।’

তিনি বলেন, ‘মালয়েশিয়া থেকে স্বামীর একজন সহকর্মী জানিয়েছেন, তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ছয় দিন হয়ে গেলেও এখনও আমরা লাশ ফেরত পাচ্ছি না।’

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী নিউজবাংলাকে বলেন, ‘আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা খোঁজখবর নিচ্ছি। লাশ দূতাবাসের মাধ্যে দেশে আনতে হবে।’

এ বিভাগের আরো খবর