বগুড়ার কাহালু উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন।
উপজেলার ঢাকা-নওগাঁ মহাসড়কের নারহট্ট ভেঁপড়া এলাকায় রোববার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মনির বগুড়া সদর উপজেলার পালসা (গোদারপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি কাভার্ড ভ্যানচালক ছিলেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আম্বার হোসেন জানান, বগুড়া থেকে একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি নওগাঁ থেকে বগুড়ার দিকে আসার পথে ঢাকা-নওগাঁ মহাসড়কের নারহট্ট ভেঁপড়া এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানচালক মনির মারা যান। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানতে পারেনি পুলিশ।
দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে।
কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুবেল রানা জানান, ‘বেলা সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলে মারা যান। তার দেহ গাড়িতে ঝুলছিল। পরে আমরা মরদেহ বের করি।’