পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মজিবর রহমান নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।
রোববার দুপুরে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মজিবরের বাড়ি উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে। তিনি মস্তালিপুর জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিপ্লব হোসেন ও শামীমা আক্তার নামে অটোরিকশার দুই যাত্রী। তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সকালে সাইকেল নিয়ে চাটমোহর-টেবুনিয়া প্রধান সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা মজিবরকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান।
তারা আরও জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার দুই যাত্রীও। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মজিবরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুজনকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক বুলবুল জানান, মজিবরের মাথায় গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।