কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-১ আসনের সংসদ সদস্য জাফর আলমকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতির আদেশ বাতিল করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম মিটু রোববার বিকেলে তথ্যটি নিউজবাংলাকে নিশ্চিত করেন।
চকরিয়ার পৌরসভা নির্বাচনে দলের মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী উপর হামলা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত শুক্রবার জরুরি সভায় এমপি জাফরকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া জেলা কমিটি। তার স্থানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরওয়ার আলমকে ভারপ্রাপ্ত সভাপতিও ঘোষণা করা হয়।
এ নিয়ে শুক্রবার রাতেই সংবাদ সম্মেলন করেন জাফর। তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগের অব্যাহতির আদেশ অবৈধ। দলের একজন সংসদ সদস্যকে কমিটি থেকে অব্যাহতি দেয়া এখতিয়ার বহির্ভূত। এই ক্ষমতা জেলা আওয়ামী লীগের নেই।’
এ ঘটনার পর দলীয় কোন্দল নিরসনে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতাদের ডেকে পাঠায় কেন্দ্র। পরে রোববার জাফরকে স্বপদ বহাল রাখে কেন্দ্রীয় কমিটি।