টাঙ্গাইলের সখিপুরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে মামলা করেছেন কোচ সম্প্রদায়ের এক নারী।
সখিপুর থানায় রোববার বিকেলে মামলাটি করা হয়।
এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একই এলাকার তিন যুবক ওই নারীকে ঘরে থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। এসময় ওই অভিযুক্তরা পালিয়ে যায়।
ওই নারীকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক রেহানা পারভীন বলেন, ‘তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মুখ ও শরীরের বিভিন্ন অংশে কামড়ের ক্ষত রয়েছে। ভেঙে ফেলা হয়েছে চারটি দাঁতও। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘রোববার বিকেলে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। সখিপুর থানা পুলিশকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য নির্দেশ দেয়া হয়েছে।’