বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবৈধ সম্পদ: পিডিবি সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

  •    
  • ১৩ জুন, ২০২১ ২১:৫৪

দুদক চট্টগ্রাম কার্যালয়ের এক সহকারী পরিচালক নিউজবাংলাকে বলেন, নবতারা নুপুরের নামে ৩ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৭৪৩ টাকা মূল্যের স্থাবর সম্পদ ও ৭৫ লাখ ৭৪ হাজার ১০৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৮৫১ টাকা মূল্যের সম্পদ এর সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। অথচ তিনি একজন গৃহিনী। তিনি স্বামীর টাকায় সম্পদ অর্জন করেছেন, যা অবৈধ।

চার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের সাবেক প্রধান প্রকৌশলী এসএম আজিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে রোববার সকালে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলাম মামলাটি করেন।

মামলায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, দখল ও গোপন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত এসএম আজিম বর্তমানে রাজধানীতে পিডিবি প্রধান কার্যালয়ের পূর্তকর্ত বিভাগের পরিচালক। মামলার অপর আসামি তার স্ত্রী নবতারা নুপুর। তাদের বাড়ি চট্টগ্রাম বন্দর থানার উত্তর মধ্য হালিশহর ওয়ার্ডের মুনির নগরে।

মামলার এজাহারে বলা হয়েছে, মামলার প্রধান আসামি এস এম এ আজিম চট্টগ্রামে পিডিবিতে চাকরির সময়ে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে। বিষয়টি আড়াল করার জন্য স্ত্রীর নামে ৩ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৬০৭ টাকা মূল্যের সম্পদ ক্রয় করেন।

আজিম-নুপুর দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি তদন্ত করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের একজন সহকারী পরিচালক।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘অনুসন্ধানকালে নবতারা নুপুর উত্তর-মধ্য হালিশহরে ক্রয়কৃত জমির ওপর নির্মিত ছয় তলা ভবন সংক্রান্তে ৬৫ লাখ ৬৬ হাজার ৭৪৩ মূল্যের স্থাবর সম্পদ গোপন করার এবং আসবাবপত্র বাবদ ৫০ হাজার ১৫০ টাকা, ইলেকট্রনিক্স বাবদ ১২ লাখ ৩১ হাজার ৬২৭ টাকা, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড হালিশহর শাখার হিসাব নম্বর ১৬৫.১৫১.৫৭৬৮৩ সংক্রান্তে ১৫ লাখ ৭৯ হাজার ৩০৭ টাকা এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের হিসাব নম্বর ২০৩০৫০৫৩৮৮০৩৫ সংক্রান্তে ২৮ লাখ ৬১ হাজার ৪২৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদ গোপন করার তথ্য পাওয়া যায়।’

তিনি আরও জানান, সব মিলিয়ে নবতারা নুপুরের নামে মোট ৩ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৭৪৩ টাকা মূল্যের স্থাবর সম্পদ ও ৭৫ লাখ ৭৪ হাজার ১০৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৮৫১ টাকা মূল্যের সম্পদ এর সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। অথচ তিনি একজন গৃহিনী। তিনি স্বামীর টাকায় সম্পদ অর্জন করেছেন, যা অবৈধ।

এ বিভাগের আরো খবর