পাবনায় বৃদ্ধ বিধবাকে ধর্ষণের ঘটনা ১০ হাজার টাকায় রফা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রাম্য প্রধানরা অভিযোগ আনা নারীকে টাকা দিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে। অভিযোগ আনা নারীর বয়স ৬২। আর যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি ৬৫ বছরের।
অভিযোগ আনা নারী জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের পাট ক্ষেতে শাক তুলতে যান তিনি। এ সময় ক্ষেতে থাকা ওই ব্যক্তি তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে গ্রামের একজন এগিয়ে এলে মাজেদ পালিয়ে যায়।
‘ঘটনার দিন রাতে গ্রামের আজগর আলীর বাড়িতে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। শনিবার দুই আত্মীয়কে নিয়ে সাঁথিয়া থানায় মামলা করতে যাই। তবে পুলিশ রাত ১২টা পর্যন্ত থানায় আমাকে বসিয়ে রাখে। পরে দু’পক্ষের উপস্থিতিতে থানা চত্বরে আমাকে ১০ হাজার টাকা ধরিয়ে তাড়িয়ে দেয়া হয়।’
ওই নারীর এক আত্মীয় জানান, থানায় তাদের আটকে রাখা হয়। পরবর্তীতে এ ঘটনা নিয়ে কোনো অভিযোগ না করার শর্তে সাদা কাগজে স্বাক্ষরও রাখা হয়।
নাম প্রকাশ না করার শর্তে থানায় উপস্থিত থাকা গ্রাম্য প্রধানরা জানান, ওই নারীকে ১০ হাজার টাকা দিয়ে তাকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘টাকায় রফার বিষয়টি আমরা জানি না। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’