খুলনার পাইকগাছা ও কয়রা এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় পুলিশের বাঁধা, লাঠিচার্জ ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।
দলীয় কার্যালয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন নেতারা।
এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, আমীর এজাজ খান ও জাফরউল্লাহ খান সাচ্চু।
উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা মোমরেজুল ইসলাম, শেখ মুশাররফ হোসেন, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, আসাদুজ্জামান মুরাদ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ ও ইউপি চেয়ারম্যান এনামুল হক।
এর আগে, শনিবার রাতে খুলনা বিএনপির নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, খুলনা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের জন্য কয়রা উপজেলার কালনা আমিনিয়া মাদ্রাসায় ত্রাণ বিতরণ শেষে, ভাঙন কবলিত মেঘারাইন, গোবিন্দপুর, দশালিয়া, শেখের টেকের কোন ও হোগলাবাজার পরিদর্শন শেষে কয়রার কালনায় পৌঁছালে কয়রা থানার এএসআই মিন্টু ও সাইফুলের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বিএনপি নেতাদের দ্রুত এলাকা ছাড়ার তাগিদ দেন।
এক পর্যায়ে ত্রাণকর্মীরা গাড়ি থেকে নামলে তাদের ওপর লাঠিচার্জ শুরু করেন। এতে শামীম আশরাফ ও মেহেদী হাসান মিলন নামের দুইজন আহত হয়।
এ সময় সাবেক সংসদ সদস্য এগিয়ে এলে লাঠি উঁচিয়ে তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তারা। সেই সঙ্গে তাকে গ্রেপ্তারের হুমকি দেন। এই ঘটনায় এএসআই মিন্টু ও সাইফুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।