চট্টগ্রামের বাকলিয়ায় একটি কবরস্থানে সাইনবোর্ড টাঙানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি রোববার দুপুর ১টার দিকে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফ আলী, মো. আরাফাত, জাফর আহমেদ, আবদুল রসুল ও মোহাম্মদ নাছের।
ওসি রুহুল আমিন বলেন, ‘শনিবার সকালে মামলার পর অভিযান চালিয়ে ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইয়াকুব আলীর লোকজন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
ওসি জানান, শনিবার বেলা ১১টার দিকে বাকলিয়া থানায় ২১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০-৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন সাইফুল্লাহ মাহমুদ নামের এক ব্যক্তি।
সাইফুল্লাহ মাহমুদ বলেন, ‘আমাদের পূর্ব পুরুষের দেয়া নিজস্ব কবরস্থান এটি। শুক্রবার সকালে সেখানে সাইনবোর্ড লাগাতে যাই আমরা। তখনই পাশের ইয়াকুব আলীর বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করে।’
ওসি রুহুল আমিন জানান, নগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকায় বড় মৌলভীর বাড়ির পাশে একটি কবরস্থান আছে। ওই কবরস্থানে সাইনবোর্ড টাঙানোকে কেন্দ্র করে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলিভী বাড়ির লোকজন ও ইয়াকুব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গোলাগুলিও হয়। পরে গুলিবিদ্ধ চারজনসহ আহত ৯জনকে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।