বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বর্ণ বলে ইমিটেশনের অলঙ্কারে ভাঙল বিয়ে

  •    
  • ১২ জুন, ২০২১ ২৩:১২

একদিকে চলছিল বরযাত্রীদের খাওয়া আর আরেকদিকে চলছিল কনেকে সাজানো। এমন সময় বরপক্ষের দেয়া সোনার বালা নিয়ে সন্দেহ হয় কনের ভাবির। এ নিয়ে শুরু হয় দুইপক্ষের কথাকাটাকাটি। এক পর্যায়ে তা গড়ায় হাতাহাতিতে। এরপর সারা রাত বরপক্ষকে আটকে রাখা হয়।

নীলফামারীর সৈয়দপুরে বিয়েতে সোনার বদলে ইমিটেশনের বালা দেয়ায় হয়েছে দুইপক্ষের মধ্যে হাতাহাতি। বিচ্ছেদ হয়ে গেছে সেই দম্পতির।

এমন ঘটনা ঘটেছে বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী সরকার পাড়ায়।

স্থানীয় লোকজন জানান, সরকার পাড়ার আঁখি মনির সঙ্গে আড়াই মাস আগে বিয়ে হয় দিনাজপুরের খানাসামা উপজেলার তেবাড়িয়া চৌপথি এলাকার মফিজুল ইসলামের। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনে বিদায়ের দিন ছিল।

শুক্রবার সন্ধ্যায় ৫০-৬০ জনের বরযাত্রী আসে কনের বাড়িতে। একদিকে চলছিল বরযাত্রীদের খাওয়া আর আরেকদিকে চলছিল কনেকে সাজানো। এমন সময় বরপক্ষের দেয়া সোনার বালা নিয়ে সন্দেহ হয় কনের ভাবির।

এ নিয়ে শুরু হয় দুইপক্ষের কথাকাটাকাটি। এক পর্যায়ে তা গড়ায় হাতাহাতিতে। এরপর সারা রাত বরপক্ষকে আটকে রাখা হয়।

শনিবার দুপুরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়।

বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার নিউজবাংলাকে জানান, দুই পরিবারের আলোচনার মাধ্যমে ওই দম্পতির বিয়ে বিচ্ছেদ করে দেয়া হয়েছে। বিয়েতে কনেপক্ষ বরপক্ষকে ১ লাখ টাকা দিয়েছিল। বিচ্ছেদের পর তারা সেই টাকার ৭০ হাজার ফেরত দিয়েছে।

এ বিভাগের আরো খবর