বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক দিলেন জেলা প্রশাসক

  •    
  • ১৩ জুন, ২০২১ ০২:১৭

অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহীনুজ্জামান জানান, বন্যানিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন ও রেগুলেটর নির্মাণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ৫৩ কোটি ৭৮ লাখ ৫১০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বাগেরহাটে বেড়িবাঁধের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে চেক বিতরণ করছেন জেলা প্রশাসক।

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হয়রানি ও দালালদের খপ্পর থেকে বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ এ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

উপজেলার কদমতলা এলাকার সুনিল শিকারির বাড়ির সামনের বাঁধের ওপরে শনিবার দুপুরে ওই চেক বিতরণ করেন তিনি।

প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দাসহ ক্ষতিগ্রস্তরা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মমতাজ বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ভূমি অধিগ্রহণে পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দালালদের খপ্পরে পরে যাতে হয়রানির শিকার না হন, সে জন্য তাদের এলাকায় এসে চেক বিতরণ করা হচ্ছে।

এ ছাড়া এখনও যারা অধিগ্রহণের টাকা পাননি, তাদের সরাসরি জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কাগজপত্র নিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান জানান, বন্যানিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন ও রেগুলেটর নির্মাণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ৫৩ কোটি ৭৮ লাখ ৫১০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর