বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কবরস্থানে গোলাগুলি, ২৪ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই কেউ

  •    
  • ১২ জুন, ২০২১ ১৮:৫৮

চট্টগ্রামের বাকলিয়ায় কবরস্থানে সাইনবোর্ড দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কেউ।

এ ঘটনায় শনিবার সকাল ১১টার দিকে বাকলিয়া থানায় মামলা হয়েছে। মামলায় ২১ জনের নামসহ ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকায় বড় মৌলভীর বাড়ি সংলগ্ন কবরস্থানের জায়গায় সাইনবোর্ড দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হন।

গুলিবিদ্ধরা হলেন মো. মাসুদ, আবদুল্লাহ কাইছার, মো. মুরাদ ও মো. ফয়সাল। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার দুপুরে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন নিউজবাংলাকে বলেন, ‘সংঘর্ষের পর মৌলভী বাড়ির লোকজনের পক্ষে সাইফুল্লাহ মাহমুদ নামে একজন মামলা করেন। আমরা অস্ত্রধারীসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’

সাইফুল্লাহ মাহমুদ বলেন, ‘এটা আমাদের পূর্ব পুরুষের দেয়া নিজস্ব কবরস্থান। শুক্রবার সকালে সেখানে সাইনবোর্ড লাগাতে যাই। তখন পাশের ইয়াকুব আলীর বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, গুলিবিদ্ধ চারজন শঙ্কামুক্ত। অন্যরাও সুস্থ আছে। কয়েকজনকে শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।

এ বিভাগের আরো খবর