চট্টগ্রামে গাড়ির ধাক্কায় রামকৃষ্ণ নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
নগরের সাগরিকা এলাকায় শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রামকৃষ্ণ সাতকানিয়ার ধর্মপুরের বণিকপাড়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর সাগরিকা এলাকায় আকিজ বিড়ির বিক্রয়কর্মী ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া এ তথ্য জানান।
নিহত রামকৃষ্ণের ভাতিজা আশীস রাম শর্মা বলেন, ‘শনিবার দুপুরে আমরা খবর পেয়ে সাগরিকা গিয়ে দেখি উনি আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। এক পথচারী আমাদের জানিয়েছেন, একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পুলিশ কর্মকর্তা শীলব্রত বড়ুয়া বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’