নড়াইলে করোনা সংক্রমণ বাড়তে থাকায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় শুক্রবার রাত ৮টার দিকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তু আগামী সাতদিন নড়াইল পৌরসভা, লোহাগড়া পৌরসভা ও কালিয়া পৌরসভাসহ সদর উপজেলার কলোড়া, সিংগাশোলপুর,বিছালি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন এলাকায় লকফডাউন চলবে।
লোহাগড়া উপজেলা প্রশাসন ও কালিয়া উপজেলা প্রশাসন করোনা পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া করোনা ঠেকাতে মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে জেলা প্রশাসন।
করোনায় নড়াইলে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েচেন ৫১ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৩৬, লোহাগড়া উপজেলায় ১২ ও কালিয়া উপজেলায় ৩ জন।