সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যুর তিন দিনের মাথায় মারা গেলেন ছোট ভাই।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার ভোরে চিকিৎসা চলাকালে মারা যান ছোট ভাই ইমরান আহমদ। এর আগে গত বুধবার রাতে একই হাসপাতালে মারা যান ইমরানের বড় ভাই আম্বর আলী।
ইমরানের মৃত্যুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন তার মামাতো ভাই ফরহাদ আহমদ।
ফরহাদ বলেন, ‘আজ ভোরে ইমরান আইসিইউতে চিকিৎসা চলাকালে মারা যান। এর আগে দুর্ঘটনার দিন রাতেই আম্বর মারা যান।’
ইমরান ও আম্বরের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নালিউরি গ্রামে।
এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, ‘দুর্ঘটনায় আহত বাকি দুইজনের অবস্থাও খারাপ। তারাও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।’
এসআই হাবিবুর জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার কানিশাইল গ্রামে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কে ভাদেশ্বরগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এ সময় সিনএজি অটোরিকশার চালকসহ চারজন আহত হন। আহত যাত্রীদের মধ্যে ছিলেন ইমরাম ও আম্বর। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।