বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাশবাহী অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  •    
  • ১২ জুন, ২০২১ ১০:০৭

অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মানিকগঞ্জ সদরে অ্যাম্বুলেন্সচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক আহত হয়েছেন।

ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান বাঘজান এলাকায় শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মানিকগঞ্জ শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়া গ্রামের আব্দুল আলিম। তিনি রাজধানীর তেজগাও আড়ং-এ চাকুরি করতেন। আর একই ইউনিয়নের ছোট শাকরাইল গ্রামের দীপু হাওলাদার। তিনি কাজ করতেন তাঁতীবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে।

বিষয়টি গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে যশোরগামী লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের দুই আরোহী। আহত হন অ্যাম্বুলেন্স চালক রনি মিয়া।

আহত রনিকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত দুইজনই সাপ্তাহিক ছুটি কাটিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

ময়নাতদন্ত শেষে এ ঘটনায় মামলা হবে বলেও তিনি জানিয়েছেন।

এ বিভাগের আরো খবর