কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ১০ টাকার প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. বাবুল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে দক্ষিণ পাহাড়তলীর হালিমা পাড়ায় বাসা থেকে তাকে আটক করা হয়। বাবুল রাজমিস্ত্রীর কাজ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে।
এলাকার বাসিন্দা সাবেকুন্নাহার জানান, ওই প্রতিবন্ধী কিশোরীর মা দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। সুযোগ পেয়ে প্রতিবেশী বাবুল কিশোরীকে টাকার প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। শুক্রবার সকাল থেকে কিশোরীকে তার বাড়িতে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ৩টার দিকে কিশোরীকে বাবুলের বাসায় পাওয়া যায়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বাবুলকে ধরে পুলিশকে খবর দেয়।
স্থানীয় কায়সার উদ্দিন জানান, এর আগে রমজানের সময় এমন কাণ্ড ঘটিয়েছিলেন বাবুল। তখন তাকে সতর্ক করা হয়েছিল।
ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে ঘটনা জেনে পুলিশ গিয়ে অভিযুক্ত বাবুলকে আটক করে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাবুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিপুল চন্দ্র।