নোয়াখালীর হাতিয়ায় ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাসকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় গ্রেপ্তার দুই জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আসামিরা হলেন উপজেলার চরঈশ্বর ইউপি সদস্য সুমন চন্দ্র দাস এবং একই ইউনিয়নের গামছা খালি গ্রামের আমজাদ।
শুক্রবার বিকেলে দুই জনকে নোয়াখালী জেলা জজ আাদালতে নেয়া হলে শুনানি শেষে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, হাতিয়া থানায় শুক্রবার দুপুরে হত্যা মামলা করেন রবীন্দ্র চন্দ্রের ছেলে বিটেল চন্দ্র দাস। মামলার আসামি চরঈশ্বর ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৬৪ জন।
প্রধান আসামী করা হয়েছে চরঈশ্বর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশ্রাফুল হক। অন্য আসামির মধ্যে চরঈশ্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল হালীম আজাদও রয়েছেন।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, ‘দুই আসামিকে বৃহস্পতিবার রাতে চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়। মামলার পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’
নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বরে গত বুধবার রাতে ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাসকে হত্যা করে দুর্বৃত্তরা।।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন বলেন, ৩ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।