বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক সপ্তাহের বিধিনিষেধে খুলনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ জুন, ২০২১ ২১:৫৫

আঞ্চলিক তথ্য অফিস জানায়, খুলনায় বিকেল ৫টার পর দোকান, শপিংমল, রেস্তোরাঁ খোলা রাখা যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। ইজিবাইক চলবে অর্ধেক যাত্রী নিয়ে। এ ছাড়া খুলনা সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় খুলনা জেলায় এক সপ্তাহের বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। শনিবার ভোর ৬টা থেকে ১৮ জুন রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকেব।

বিধিনিষেধের মধ্যে রয়েছে খুলনায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান, শপিংমল, রেস্তোরাঁ খোলা রাখা যাবে। এরপর সেগুলো আর খোলা রাখা যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। ইজিবাইক চলবে অর্ধেক যাত্রী নিয়ে। কাঁচাবাজার ও ওষুধের দোকান বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সভায় প্রধান অতিথি ছিলেন। খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

রাস্তাঘাটে জটলা করে অযথা আড্ডা এবং স্বাস্থ্যবিধি না মানার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র খালেক।

আঞ্চলিক তথ্য অফিস জানায়, সভায় আরও সিদ্ধান্তের মধ্যে রয়েছে খুলনা সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হবে। প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সাপোর্টের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে শিগগিরই যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হবে।

সভায় বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে, সেখানে প্রতিদিন পাঁচ শ লোকের নমুনা পরীক্ষা করা যাবে।

এ ছাড়া স্বাস্থ্যবিধি মানাতে গত সাত দিনে ২২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ ৬২ হাজার ৫৪৫ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদের মধ্যে সভায় খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ, খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর