নেত্রকোণার সদর উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
সদর উপজেলার বাংলা কালীবাড়ি এলাকায় নেত্রকোণা–মোহনগঞ্জ সড়কে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিদ্দিকুর রহমান ও আব্দুল বাশার। সিদ্দিকুর রহমানের বাড়ি কলমাকান্দা উপজেলার বাঘযাত্রা গ্রামে। আব্দুল বাশার নেত্রকোণা পৌর শহরের হোসেনপুর এলাকার বাসিন্দা।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নেত্রকোণা থেকে একটি পাথরবোঝাই ট্রাক মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে সদরে যাওয়ার পথে বাংলা এলাকার কালীবাড়ির কাছে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার একজন নিহত হন। এ সময় আহত তিনজনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান।
আহত দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পাথরবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।