হবিগঞ্জের আনসার আল ইসলামের শীর্ষ স্থানীয় নেতা মুফতি জসিমউদ্দীন তানভীরকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ঘনশ্যামপুর গ্রামে ঘনশ্যামপুর দারুল উলুম মাদ্রাসা এলাকায় অভিযান তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক গ্রেপ্তারের ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সেই তথ্যের ভিত্তিতে, তথ্য প্রযুক্তির সহয়তায় সার্বিক তদন্তের পর ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তানভীর নিজেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর হবিগঞ্জ জেলার শীর্ষস্থানীয় সদস্য বলে স্বীকার করেছেন।
অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, তানভীর স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া শেষ করে হবিগঞ্জ থেকে গোপনে চলে এসে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে চরমপন্থার উস্কানি দেয়ার প্লাটফর্ম হিসাবে ব্যবহার করে আসছিলেন।
আসামীর বরাতে অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, তানভীর ‘আনসার আল ইসলাম’-এর শীর্ষস্থানীয় সক্রিয় সদস্য হিসেবে অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের রাখতেন। পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধকরণের জন্য মটিভেটর হিসাবে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি, ভিডিও প্রচার, নিয়মিত চাঁদা সংগ্রহ ও অফলাইনে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছিলেন।
র্যাব জানায়, তার মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদী কথোপকথন ও প্রচার প্রচারণার প্রমাণাদি জব্দ করা হয়েছে। উগ্রবাদী কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি মোবাইল, ২টি উগ্রবাদী বই ও কিছু লিফলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি অন্যান্য সহোচরদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।