ব্রাহ্মণবাড়িয়া সদরে মাদকবিরোধী খুতবা নিয়ে কথা-কাটাকাটির জেরে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।আহতরা হলেন গ্রামের হাজি বাড়ির মোশারফ হোসেন, খায়ের মিয়া, রশিদ মিয়া, সিরাজ মিয়া, রহিজ মিয়া, বাহার মিয়া, জাবের হোসেন এবংভূঁইয়া বাড়ির শিপন মিয়া, কামাল মিয়া, এমরান, হাবিবুল্লাহ, মরিয়ম ও হোসনেয়ারা বেগম।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গ্রামের ভূঁইয়া বাড়ি ও হাজি বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার দুপুরে গোপীনাথপুর জামে মসজিদে জুমার নামাজের সময় ইমামের মাদকবিরোধী খুতবা নিয়ে ভূঁইয়া বাড়ির শিপন মিয়া ও হাজি বাড়ির খায়ের মিয়ার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই দুই বাড়ির লোকজন আগেও একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।