বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাঁচামালের আড়তে আগুন, পুড়ল ১০ দোকান

  •    
  • ১১ জুন, ২০২১ ১৮:৩১

আগুনে আড়তে থাকা আদা, রসুন, পেঁয়াজ, পটোল, আলু, কাঁচা মরিচ, আমসহ ব্যবসায়ীদের হিসাবের খাতাও পুড়ে গেছে।

টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারে কাঁচামালের আড়তে আগুনে পুড়েছে ১০টি দোকান।

শুক্রবার দুপুরে আগুনের এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আড়তে থাকা আদা, রসুন, পেঁয়াজ, পটোল, আলু, কাঁচা মরিচ, আমসহ ব্যবসায়ীদের হিসাবের খাতাও পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন নান্নু মিয়া, সরোয়ার হোসেন, আকবর হোসেন, ওয়াহেদ, আলীম, ইমরান, ময়না, মধুসূদন সাহা ও আবদুস ছামাদ। তাদের দাবি, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী নান্নু মিয়া জানান, আগুনে তার প্রায় এক লাখ টাকার আমসহ ৪০ বস্তা রসুন পুড়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, তাদের তিনটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরেছে।

এ ঘটনায় মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জোহায়ের আলী ও যুগ্ম সম্পাদক আমির হামজা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রশাসনের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।

এ বিভাগের আরো খবর