চাঁদপুরের সদরে অটোরিকশার ধাক্কায় মো. বারেক বেপারী নামে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুলাল গাজী নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওই এলাকার বাসিন্দা।
আহত দুলাল গাজী জানান, তিনি বহরিয়া রশিদিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বহরিয়া বাজারে রাস্তার পাশে রাখা ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে স্থানীয় এক যুবক গিয়ারে চাপ দিলে গাড়িটি সজোরে ধাক্কা দেয় পাশ দিয়ে যাওয়া পথচারী বারেক বেপারীকে। এরপর অটোরিকশাটি দুলাল গাজীকেও ধাক্কা দেয়। এতে তিনি সামান্য আহত হলেও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বারেক বেপারী। চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। হঠাৎ করেই ঘটে গেছে। এ ব্যাপারে মৃত বারেক বেপারীর স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।