বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাবিকে ধর্ষণের অভিযোগে মামলা

  •    
  • ১১ জুন, ২০২১ ১৬:২০

কয়েক দিন আগে ওই নারীর বিয়ে হয়। এরপর থেকে তার দেবর তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে তার স্বামী স্থানীয় বাজারে যান। ঘরে একা পেয়ে গৃহবধূকে তার দেবর ধর্ষণ করেন।

মাদারীপুরের শিবচর উপজেলায় এক নববধূকে তার দেবর ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই গৃহবধূর স্বামী শিবচর থানায় মামলা করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, কয়েক দিন আগে ওই নারীর বিয়ে হয়। এরপর থেকে তার দেবর তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে তার স্বামী স্থানীয় বাজারে যান। ঘরে একা পেয়ে গৃহবধূকে তার দেবর ধর্ষণ করেন। পরে রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে এলে তিনি বিষয়টি তাকে জানান। পরে শুক্রবার সকালে শিবচর থানায় ওই দেবরের বিরুদ্ধে মামলা করা হয়।

শিবচর থানার উপপরিদর্শক (এসআই) আ. রশিদ বলেন, ‘ধর্ষণের আলামত জব্দ করেছি। অভিযুক্ত যুবক পলাতক।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ‘মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর