গাজীপুর টঙ্গীর অলিম্পিয়া টেক্সটাইল মিলে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন।
তিনি জানান, টঙ্গীর মিলগেট এলাকায় ওই টেক্সটাইল মিলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। ওই টেক্সটাইল মিলের ফারুকের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পাশের দুটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে উত্তরার দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এর আগে মঙ্গলবার গাজীপুরের কোনাবাড়ীতে জার্সি নিট ফেব্রিকস নামের একটি পোশাক কারখানায় রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। গাজীপুর সদর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পুড়ে যায় কারখানার কাঁচামাল ও যন্ত্রপাতি।