রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে দেড় একর জমিতে বনজ, ফলজসহ বিভিন্ন প্রজাতির এক হাজার ১৫০টি গাছ রোপন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘মুজিব উদ্যান’ করা হয়েছে।
সম্প্রতি এ উদ্যান পরিদর্শন করেন কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আকবর হোসেন।
রংপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক পিকে গোস্বামী পান্নু বলেন, ‘দেশে এই প্রথম বঙ্গবন্ধুর নামে ‘মুজিব উদ্যান’ করা হয়েছে। মুজিব উদ্যানের জন্য জমি দেয় কারমাইকেল কলেজ। গাছ রোপন করে কৃষকলীগ। এই উদ্যান করতে গিয়ে আমরা গত বছরের ২৩ আগস্ট কারমাইকেল কলেজ কর্তৃপক্ষের কাছে জমি চেয়ে আবেদন করি। সবমিলে দেড় একর জমির ওপর এই উদ্যানটি করা হয়েছে।’
পিকে গোস্বামী বলেন, ‘এই উদ্যানে ঔষধি হরতকি, বয়রা, অর্জুনের পাশাপাশি আম, জাম, পেয়ারা, কমলা, মালটা, নারকেল, তালগাছ, আমড়া, কামরাঙ্গাসহ সব ধরণের গাছ লাগানো হয়েছে। আমরা কলেজের সহযোগিতায় নিজ অর্থায়নে এই উদ্যান করেছি।’
কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আকবর হোসেন বলেন, ‘এই উদ্যানে দেশ বিদেশ থেকে লোকজন আসবেন। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানবে, বঙ্গবন্ধুকে ধারণ করবে।’
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আমজাদ হোসেন জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষির্কী উপলক্ষে কৃষকলীগের সহযোগিতায় আমরা ক্যাম্পাসে এই উদ্যান করতে সহযোগিতা করেছি। আমার মনে হয়, আমরা একটা অনেক ভালো কাজ করতে পেরেছি।’
মুজিব উদ্যানের বৃক্ষ নিয়ে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থীরাও গবেষণা করতে পারবে বলে জানান অধ্যাপক ড. আমজাদ।