বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

  •    
  • ১১ জুন, ২০২১ ০১:৩৭

স্থানীয় লোকজন জানান, সৈয়দ আলী নারকেল গাছ পরিষ্কার করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার জসিম মিয়ার বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার সময় ডালে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

কুমিল্লার হোমনা উপজেলার চন্ডিরচর গ্রামে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তারা শুনেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চন্ডিরচর গ্রামের জসিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত যুবক সৈয়দ আলীর বাড়ি উপজেলার কৃপারামপুর গ্রামে।

স্থানীয় লোকজন জানান, সৈয়দ আলী নারকেল গাছ পরিষ্কার করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার জসিম মিয়ার বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার সময় ডালে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

জসিম মিয়া জানান, সৈয়দ আলী আগেও তার নারকেল গাছ পরিষ্কার করেছেন। বৃহস্পতিবার তিনি গাছ পরিষ্কার করার সময় ডালের সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে পড়ে। বিদ্যুৎ অফিসে ফোন দেয়ার আগেই তার মৃত্যু হয়। পরে তিনি বিষয়টি চেয়ারম্যানকে ফোনে জানান।

সৈয়দ আলীর স্ত্রী হালিমা আক্তার জানান, তার স্বামী সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে খবর পান তিনি মারা গেছেন।মরদেহ চন্ডিরচর গ্রামে পড়ে আছে।

তিনি অভিযোগ করেন, তিনি মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন। তাকে কেউ বলেছে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে, আবার কেউ বলেছে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর কথা জেনেছেন। তবে স্বজনরা হত্যা করা হতে পারে বলেও অভিযোগ করেছেন। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিভাগের আরো খবর