নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমানের সঙ্গে ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখসানা বেগম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, রেভিনিউ ডেপুটি কালেক্টর বেলায়েত হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর জাহাঙ্গীর হোসেইন, সহকারী কমিশনার জায়িদ ইমরুল মোজাক্কিন ও সহকারী কমিশনার মাসুদ হোসেন উপস্থিত ছিলেন।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার বলেন, আমার উপজেলায় আগামী এক বছর ২০২১-২০২২ অর্থবছরে কী কাজ হবে তা সুনির্দিষ্টভাবে জেলা প্রশাসক স্যারকে লিখিতভাবে জানানো হয়েছে এবং সেটি বাস্তবায়নে চুক্তিবদ্ধ হতে হয়েছে। সরকারী পরিকল্পনার অংশ হিসেবে এটি করতে হয়েছে। নিশ্চয় এর সুফল জনগণও পাবেন।’
জেলা প্রশাসক হাফিজুর রহমান জানান, উপজেলা পর্যায়ে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা এক বছরে কি কাজ করবেন সেটি চুক্তির মাধ্যমে সম্পাদন করতে হয়। সেগুলো লিখিত আকারে জেলা প্রশাসকের সঙ্গে চুক্তিনামার মাধ্যমে দেখভাল করতে হয়। সেগুলো বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন করতে হয়।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাতে বিঘ্নিত না হয় কিংবা পিছিয়ে না পড়ে সেজন্য চুক্তি স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ।