চট্টগ্রামের চন্দনাইশে লক্ষ্মী পূজা উপলক্ষ্যে আমপাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুন্টু পাল নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর পালপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ৬২ বছর বয়সী নুন্টু পাল পালপাড়ার অজিত পালের স্ত্রী। তার বয়স ৬২ বছর। তিনি বাড়িতে একাই থাকতেন। তার স্বামী অজিত পাল ব্যবসার কাজে বান্দরবান এবং একমাত্র ছেলে স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম শহরে থাকেন।
দোহাজারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ওই নারী লক্ষ্মী পূজার জন্য এক প্রতিবেশীর কাছ থেকে কাঠের সিঁড়ি এনে ঘরের চালের কাছে গাছ থেকে আমপাতা সংগ্রহ করছিলেন। বৈদ্যুতিক তারে টিনের চালটি বিদ্যুতায়িত ছিল। ওই নারী টিনের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।’
পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই জাকির।