তিনি বৃহস্প্রতিবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন দায়িত্বপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আ, ক, ম ইউসুফজী খাঁন আর নেই।
তিনি বৃহস্প্রতিবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।