দুই দিনের ব্যবধানে চাঁদপুরে আবারও ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। এবার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে ফকিরের বাজারে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে অবস্থিত ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি হয়েছে। বুধবার মধ্যরাতে ব্যাংকের ভল্ট ভেঙে চুরি করা হয় ৬ লাখ টাকা।
গুপ্টি ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার পরিবেশক এসএম জাহিদ বলেন, বুধবার রাতে কাজ শেষ করে ক্যাশে থাকা ১৫ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা বাসায় নিয়ে যাই। বৃহস্পতিবার সকালে চুরির খবর পেয়ে পুলিশকে জানাই। অফিসে এসে দেখি ব্যাংকের ভল্ট ভাঙা, সেখানে রাখা ৬ লাখ টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে গেছে চোর।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. শহীদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাংকের টয়লেটের ভ্যান্টিলেটরের গ্রিল ভেঙে চোর রুমে ঢুকে। ব্যাংকের ভল্টে রাখা ৬ লাখ টাকা ও রুমের ক্লোজ সার্কিট ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে চোর। আমরা আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখছি।’
এই ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
পুলিশ সুপার মিলন মাহামুদ বলেন, চুরির ঘটনা উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কাজ করছে। ব্যাংকের সঙ্গে সংশ্লষ্টদের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে সিআইডি টিম। আশা করি দ্রুততম সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন করতে পারব।
এর আগে সোমবার মধ্যরাতে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরি হয়। এ সময় ভল্ট ভেঙে নগদ ৮ লাখ ১৬ হাজার ৪২২ টাকা চুরি করা হয়।
পরে বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে সাত লাখ টাকাসহ ব্যাংকের ম্যানেজার মামুন খান, ক্যাশিয়ার মাহাবুব আলম ও মামুনের বোন সুলতানা রাজিয়াকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।