ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।
কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার সাতপুকুরপাড় এলাকায় বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে৷ এতে নিহত জাহাঙ্গীর সরাইল উপজেলার কুট্রাপাড়া এলাকার বাসিন্দা। তিনি রংমিস্ত্রির কাজ করতেন।
আহত তিনজন হলেন হারিস, জুমেল ও আশিকুর রহমান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, দুপুরে সহকর্মীদের সঙ্গে অটোরিকশায় করে কসবায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরে রংয়ের কাজ করতে যাচ্ছিলেন জাহাঙ্গীর। পথে ধরখারের সাতপুকুর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে জাহাঙ্গীরসহ চারজন গুরুতর আহত হন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।