চাঁদপুরের মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডডুবির ১২ ঘণ্টা পরে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে বেলা ৩টার সময় তাদের মরদেহ উদ্ধার করেন।
এর আগে বুধবার মধ্যরাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শ্রমিকরা হলেন, মিজানুর রহমান ও সাজু সিকদার। এ সময় আরও দুই শ্রমিক মো. মহিউদ্দন ও নাঈম শিকদার সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। তাদের সবার বাড়ি বরগুনার তালতলি উপজেলায়।
মোহনপুর নৌফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদ্দুজ্জামান জানান, বুধবার বিকেলে নারায়ণগঞ্জের উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি বাল্কহেডটি রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে। মধ্যরাতে হঠাৎ করে বাল্কহেডটি পানিতে ডুবে যায়।
এ সময় ছাউনির ওপরে থাকা দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও ভিতরে ঘুমিয়ে থাকা দুজন নিখোঁজ হন।
তিনি আরও বলেন, ‘সকাল থেকে নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। দীর্ঘ ১২ ঘণ্টা পরে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার হয়। আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, বালুভর্তি থাকায় এমনিতেই বাল্কহেডটি পানিতে অর্ধনিমজ্জিত ছিল। বুধবার রাত আনুমানিক ১টা থেকে ২টার সময় পুরোটা ডুবে যায়। ধারণা করা হচ্ছে, নদীতে বয়ে যাওয়া বাতাস ও ঢেউয়ের কারণে বাল্কহেডটি ডুবে গেছে।