চাঁদা না পেয়ে মুন্সিগঞ্জে নয়ন মিজি নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়।
৩৩ বছরের নয়নের বাড়ি মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের উত্তর কাজী কসবা এলাকায়। বুধবার বিকেলে উপজেলার কাজী কসবা এলাকায় হামলায় গুরুতর আহত হন তিনি।
স্থানীয় লোকজন জানান, সম্প্রতি কসবা এলাকায় হাঁস-মুরগির খামার করেছেন নয়ন। এজন্য রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ ও ছাত্রলীগ নেতা শোভন তালুকদার তার কাছে চাঁদা চান। নয়ন টাকা না দেয়ায় ওই ছাত্রলীগ নেতাদের সঙ্গে তার বিরোধ চলছিল।
বুধবার বিকেলে কাজী কসবা এলাকায় পেপার মিলের সামনে নয়নকে পেয়ে ছাত্রলীগ নেতা প্রান্ত শেখ, শোভন, চঞ্চল, রনি, কাঞ্চনসহ সাত-আটজন রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। নয়নের মা রাশিদা বেগম ও স্ত্রী ঘটনাস্থলে ছুটে গেলে তাদের সামনেই চাপাতি দিয়ে নয়নকে কুপিয়ে জখম করা হয়। নয়নকে বাঁচাতে চিৎকার করলে তার স্ত্রীকেও মারধর করেন প্রান্ত-শোভন।
হামলাকারীরা নয়নকে মোটরসাইকেলে বেঁধে টেনে-হেঁচড়ে রাস্তার পাশে ফেলে দেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ আবেদিন বলেন, এ ঘটনায় প্রথমে মারামারির অভিযোগ করা হলেও এখন হত্যা মামলা হয়েছে। মামলার ৯ আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশ কর্মকর্তা মিনহাজ।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, প্রান্ত-শোভন দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন।