ফরিদপুরের সদরপুরে বৃদ্ধা ধর্ষণচেষ্টার মামলায় ২০ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
ফরিদপুর ২ নম্বর আমলি আদালতে বৃহস্পতিবার বেলা ২টার দিকে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন।
স্থানীয় লোকজন জানান, রাস্তার কাজের জন্য সদরপুরের এক ইউপি চেয়ারম্যান বুধবার কয়েকজন দিনমজুর নিয়ে আসেন। দুপুরে বৃষ্টি শুরু হলে ডিটল নামে এক দিনমজুর ওই এলাকার এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নেন। অসুস্থ বৃদ্ধাকে ওই সময় ধর্ষণের চেষ্টা করেন ডিটল।
তারা আরও জানান, বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ডিটলকে আটকের পর গণপিটুনি দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ডিটলের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, বৃদ্ধাকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয় বুধবার সন্ধ্যায়। তদন্ত শেষে মাত্র ২০ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।