করোনা সংক্রমণ রোধে নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউন শুরু হয়েছে।
বুধবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া এই লকডাউন সফল করতে মাঠে নেমেছে প্রশাসন।
শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গণপরিবহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন ও পুলিশ তৎপর রয়েছে। তবে নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ।
এদিকে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় স্থানীয়ভাবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ৮৮ জনের মধ্যে ৪৬ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৫২ শতাংশ।
তবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি ডিপার্টমেন্টের রিপোর্ট এখনও পৌছায়নি।
বুধবার নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ কুমার ও রমজান আলী নামে দুইজনের মৃত্যু হয়েছে। এতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।
এদিকে পুলিশ সুপার লিটন কুমার সাহা ও জেলা প্রশাসক মো. শাহরিয়াজ সাত দিনের লক ডাউন সফল করতে সর্বত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনোভাবেই কাউকে এই লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করতে দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন,‘লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। সাতদিন জনসাধারণকে ঘরে রাখতে পারলে সংক্রমণের হার অনেকাংশে কমে যাবে।’