নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তার ব্যক্তি ওই কিশোরীর সৎ বাবা।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে তাকে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
দালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিউজবাংলাকে জানান, আড়াইহাজার থানায় করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা ধর্ষণ মামলার ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই ব্যক্তি তার সৎ মেয়েকে দিনের পর দিন প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করেন। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পরায় বিষয়টি পরিবারে জানাজানি হয়ে যায়। পরে ওই কিশোরীর মামা গত ২০ মার্চ আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা করেন। এরপর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন।