বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়তে বেরিয়ে এলো হাড়গোড়

  •    
  • ১০ জুন, ২০২১ ০০:০২

খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, বনের জমিতে বেশ কয়েকজন শ্রমিক গাছের চারা লাগানোর জন্য গর্ত করছিলেন। সে সময় সেখানে মানুষের পচা হাড় দেখতে পান তারা। বিষয়টি থানা-পুলিশকে জানালে তারা এসে হাড়গোড় উদ্ধার করে।

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাটির নিচ থেকে মানুষের পচে যাওয়া হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের বন্ধন আদর্শগ্রাম এলাকায় বুধবার বেলা ৩টায় বন বিভাগের জায়গা থেকে হাড়গোড়গুলো উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, বনের জমিতে বেশ কয়েকজন শ্রমিক গাছের চারা লাগানোর জন্য গর্ত করছিলেন। সে সময় সেখানে মানুষের পচা হাড় দেখতে পান তারা। বিষয়টি থানা-পুলিশকে জানালে তারা এসে হাড়গোড় উদ্ধার করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানুষের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে মানুষটিকে হত্যা করে এখানে মাটিচাপা দেয়া হয়।

মরদেহ শনাক্ত করার জন্য রংপুর সিআইডি কার্যালয়ে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্তের পর আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ বিভাগের আরো খবর