বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংক ‘চুরির টাকাসহ’ ম্যানেজার ও ক্যাশিয়ার গ্রেপ্তার

  •    
  • ৯ জুন, ২০২১ ১৯:২৫

কচুয়া থানার ওসি জানান, ব্যাংকের ম্যানেজার ও ক্যাশিয়ার নিজেরাই টাকা আত্মসাৎ করে চুরির নাটক সাজায়। পরে তাদেরকে জিজ্ঞাবাদ করলে তা স্বীকার করে। পরে বুধবার রাতে তাদের নিয়ে অভিযান চালিয়ে ম্যানেজারের বোন রাজিয়ার গ্রামের বাড়ি কাদলা থেকে ৭ লাখ টাকাসহ তাদের আটক করা হয়।

চাঁদপুরের কচুয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় সাত লাখ টাকাসহ ব্যাংকের ওই শাখার ম্যানেজার ও ক্যাশিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ম্যানেজার মামুন খান, ক্যাশিয়ার মাহাবুব আলম ও মামুনের বোন সুলতানা রাজিয়াকে বুধবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।

এই ব্যাংকের এজেন্ট আবদুল্লাহ আল মামুন প্রবাসী। ব্যাংকটি কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া বাজারের কুয়েত শপিং সেন্টারের দ্বিতীয় তলায়।

পুলিশ জানায়, গত সোমবার মধ্যরাতে কচুয়ার ইসলামী এজেন্ট ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ভোল্ট ভেঙে ৮ লাখ ১৬ হাজার ৪২২ টাকা চুরির ঘটনা ঘটে। এ সময় রুমের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার হার্ড ডিস্ক খুলে ফেলা হয়।

পরদিন সকালে ব্যাংকের অফিস সহকারী জান্নাতুল ফেরদাউস অফিসের তালা খুলে এই ঘটনা দেখেন। তিনি ব্যাংক কর্মকর্তাদের বিষয়টি জানালে ম্যানেজার মামুন খান কচুয়া থানা পুলিশকে ঘটনাটি মৌখিকভাবে জানান।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী থানার ওসি মহিউদ্দিনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন নিউজবাংলাকে জানান, ব্যাংকের ম্যানেজার ও ক্যাশিয়ার নিজেরাই টাকা আত্মসাৎ করে চুরির নাটক সাজায়। পরে তাদেরকে জিজ্ঞাবাদ করলে তা স্বীকার করে। পরে বুধবার রাতে তাদের নিয়ে অভিযান চালিয়ে ম্যানেজারের বোন রাজিয়ার গ্রামের বাড়ি কাদলা থেকে ৭ লাখ টাকাসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, বুধবার দুপুরের দিকে ব্যাংকের অংশীদার দুলাল মৃধার বাবা লোকমান মৃধা তাদের বিরুদ্ধে চুরির মামলা করেন।

মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। এ বিষয়ে বৃহস্পতিবার শুনানি হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মিলন মাহামুদ জানান, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানতে তদন্ত চলছে।

এ বিভাগের আরো খবর