হবিগঞ্জে ডেপুটি সিভিল সার্জনের গাড়ির ধাক্কায় আহত শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সিলেটে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
গত মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলার করাব এলাকায় ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান উজ্জ্বলের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় শিশু মো. ইউনুস।
আট বছর বয়সী শিশু ইউনুসের বাড়ি করাব গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে হবিগঞ্জ ফেরার পথে উজ্জ্বলের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা ইউনুসকে ধাক্কা দেয়। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম নিউজবাংলাকে জানান, চিকিৎসাধীন অবস্থাতেই শিশুটির মৃত্যু হয়। সব আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাতেই তার মরদেহ গ্রামে নিয়ে আসা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে উজ্জ্বল জানান, তিনি ওই সময় গাড়িতে ছিলেন। তবে এই গাড়ি তার নামে নয়, সিভিল সার্জনের নামে রেজিস্ট্রেশন করা।