বুধবার দুপুরে নির্মাণাধীন ওই ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন রিয়াজ। পরে দুপুর ১টার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে নির্মাণাধীন বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শহরের বায়েজিদ থানাধীন নয়াহাট এলাকায় মিয়াবাড়ির পাশের ভবনে বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. রিয়াজ। তার বাড়ি ভোলা জেলায় বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে জানান, বুধবার দুপুরে নির্মাণাধীন ওই ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন রিয়াজ।
পরে দুপুর ১টার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।