মুন্সিগঞ্জের গজারিয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলমের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর গ্রামে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, সকাল দশটার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শাহ আলম নামে এক পথচারী। এমন সময় কুমিল্লাগামী মুরাদনগর এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যান তিনি।
স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বাস ও বাসের চালক বাবুল মোল্লাকে আটক করেছে বলেও জানান ওসি।