মুন্সিগঞ্জ সদরে ট্রান্সকম ওষুধ কোম্পানির একটি গাড়ি সেতুর রেলিং ভেঙে নিচে পড়েছে। এতে চারজন আহত হয়েছেন।
উপজেলার মুক্তারপুর সেতুতে বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন ওষুধ কোম্পানির সুপারভাইজার বেলাল হোসেন, গাড়ির চালক রাসেল মো. মুন্সি, হেলপার মো. বাচ্চু ও পথচারী মো. মামুন।
মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) বজলুর রহমান জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ওই সেতুতে ওভারটেক করতে গিয়ে মুন্সিগঞ্জগামী ওই কাভার্ডভ্যানের সামনে এসে পড়ে।
দুর্ঘটনা এড়াতে গিয়ে চালক কাভার্ডভ্যান সরিয়ে নিতে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। আটকে যায় সেতুতে উঠার সিঁড়ি ও একটি হিমাগারের মধ্যবর্তী স্থানে।
পরিদর্শক আরও জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায়কবলিত কাভার্ডভ্যানটি উদ্ধারের কাজ চলছে। আর সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।