চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় আহত মেছোবাঘটি সুস্থ হওয়ায় পর বনে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পূর্ব রাউজান বনাঞ্চলে মেছোবাঘটি অবমুক্ত করা হয়।
উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহাদুল্লাহ কাজীরপাড়া এলাকা থেকে শনিবার বিকেলে আহত অবস্থায় মেছোবাঘটি উদ্ধার করা হয়। পরে বনবিভাগের গিরিছায়া রেঞ্জ অফিসে এটির চিকিৎসা চলে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম এলাকার রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল জানান, মেছোবিড়ালটি ট্রাকের ধাক্কায় আহত হয়েছিল। এটির পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে আঘাতের স্থানে সেলাই করা হয়। পাশাপাশি চিড় ধরা স্থানে ব্যান্ডেজ করা হয়।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন জানান, প্রাণীটি সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় পাশের একটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন একে উদ্ধার করেন। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
২০০৮ সালে মেছোবাঘকে বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকায় অর্ন্তভুক্ত করেছে আইইউসিএন। এ ছাড়া বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী এই প্রজাতি সংরক্ষিত। এই প্রাণী হত্যা বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।